পানিবন্দী ২৩ হাজার পরিবার

 উত্তরের চার জেলা পানিবন্দী ২৩ হাজার পরিবার

বাড়িঘরে পানি ঢোকায় নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন এক নারী। গতকাল রংপুরের কাউনিয়ার পাঞ্জরভাঙ্গা এলাকায়
বাড়িঘরে পানি ঢোকায় নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন এক নারী। গতকাল রংপুরের কাউনিয়ার পাঞ্জরভাঙ্গা এলাকায়

কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উত্তরের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরে ২৩ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে গত শনিবার ও গতকাল রোববার তিস্তা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করে।


পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে গতকাল তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে। সকাল ছয়টায় পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে দুপুরের পর থেকে পানি আবার বিপৎসীমার নিচে নামতে থাকে। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে পানি প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে।  আরো বিস্তারিত জানতে লিংক এ ক্লিক করুন:

Previous Post Next Post

Contact Form