সাকিব আল হাসান কি অক্টোবরে দেশে ফিরবেন? |
বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অবস্থান করবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ও সফরের শেষ ম্যাচ ১২ অক্টোবর। তবে তত দিন পর্যন্ত ভারতে থাকার দরকার হচ্ছে না সাকিব আল হাসানের। কানপুর সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে আচমকা ঘোষণায় তিনি নিজেই সেই দরজা বন্ধ করে দিয়েছেন।
সে দিন টেস্টের পাশাপাশি টি–টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। এর মধ্যে টেস্ট নিয়ে ঘোষণাটি ছিল আগাম, জানিয়েছেন শেষ ম্যাচটি খেলতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে। আর টি–টোয়েন্টির সিদ্ধান্তটি এর মধ্যেই কার্যকর। জুনে হয়ে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। যার অর্থ, ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ–ভারত সিরিজের কানপুর টেস্ট শেষ হলেই সাকিবের ভারত সফর শেষ। এরপর সাকিব কী করবেন? | বিস্তারিত দেখুন: