কেন বিমসটেক সম্মেলনে যাবেন ড. ইউনূস, জানালেন উপদেষ্টা তৌহিদ

নভেম্বরে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অংশ নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।
বিমসটেক সম্মেলনে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

(BD TOP NEWS  BLOG)_

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।  

 পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ২১ থেকে ২৬ অক্টোবর দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সম্মেলনে প্রধান উপদেষ্টা অংশ নেবেন না। তবে চলতি বছরের নভেম্বরে ৭ দেশের আঞ্চলিক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে যাবেন তিনি।


সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে তিনি আরও বলেন, বিমসটেক সম্মেলন যখন হবে প্রধান উপদেষ্টা যাবেন, এটাই আমাদের সিদ্ধান্ত। কারণ, বিমসটেক হলো অল্প কয়েকটা দেশের বিষয়। সেখানে একেবারে ঘরোয়া ও অন্তরঙ্গ পরিবেশে কথা বলা যায়।
 
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছে আরও যে ৭ দল
 
এদিকে কমনওয়েলথ সম্মেলনে ভারত-পাকিস্তানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় বেশকিছু বৈঠক হবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ইতোমধ্যে (নিউইয়র্কে)। সেখানে আমি আর যাচ্ছি না। যাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি তাদের সঙ্গে হবে।


Previous Post Next Post

Contact Form