আবারও ড্র ইউনাইটেডের, জয় পেল টটেনহ্যাম


ইউরোপা লিগে টানা তৃতীয় ম্যাচে ড্র করেছে এরিক টেন হ্যাগের দল। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তুর্কি ক্লাব ফেনারবাচের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ জায়ান্টরা। এদিকে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম ১-০ গোলে হারিয়েছে ডাচ ক্লাব এজেড আলকমারকে।
ফেনারবাচে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এপি

(BD TOP NEWS  BLOG)_ 

ফেনারবাচে ১-১ ম্যানচেস্টার ইউনাইটেড


ইউরোপা লিগে ফেনারবাচের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছেন ইংলিশ ক্লাব ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় ইউনাইটেড। এর ফলও পেয়ে যায় ম্যাচের ১৫তম মিনিটেই। দারুণ টিম গোলে ইউনাইটেডকে এগিয়ে দেন ক্রিস্টিয়ান এরিকসেন। এরপর গোলের জন্য মরিয়া হয়ে পড়ে স্বাগতিকরা। তবে ইউনাইটেড গোলরক্ষক ওনানার কল্যাণে বেঁচে যায় সফরকারীরা।

তবে দ্বিতীয় হাফে আর রক্ষা করতে পারেননি ওনানা। দ্বিতীয় হাফের শুরুতেই ফেনারবাচেকে এগিয়ে দেন ইউসুফ এন-নেসিরি। ৪৯তম মিনিটে ম্যাক্সিমিনের ক্রস থেকে হেডে গোল করেন তিনি। বাকি সময়ে আর গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে ফেনারবাচে। আর সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ২১তম স্থানে ইউনাইটেড।

আরও পড়ুন: ভিনিসিউসকে নিয়ে ঘৃণা ছড়ানোর ঘটনায় গ্রেফতার ৪ 
 
 Earn Money with Every Click!

টটেনহ্যাম ১-০ এজেড আলকমার

এদিকে জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম। ডাচ ক্লাব এজেড আলকমারকে হারিয়েছে তারা। প্রথমার্ধে গোলশুন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে পেনাল্টি পায় টটেনহ্যাম। সেই পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। ৩ ম্যাচে সবকটিতে জয় পেয়েছে পোস্টেকোগ্লোর দল। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে তারা।

এদিকে রাতে আরও কিছু ম্যাচ হয়েছে। ডাচ ক্লাব এফসি টুয়েন্টিকে ২-০ গোলে হারিয়েছে লাৎজিও। এই জয়ে টেবিলের শীর্ষে উঠেছে ইতালিয়ান ক্লাবটি। আরেক ইতালিয়ান ক্লাব এএস রোমাও ১-০ গোলে জয় পেয়েছে ডিনামো কিয়েভের বিপক্ষে। এদিকে ফরাসি ক্লাব লিও'কে ১-০ গোলে হারিয়েছে বেসিকতাস।  

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


Previous Post Next Post

Contact Form