সাকিব, লিটন, মুশফিকদের সমালোচনা করে মাঞ্জরেকার বললেন বাংলাদেশ বাস্তবতা বুঝেছে

 

যেভাবে বুমরার বলে বোল্ড হয়েছেন মুশফিক
যেভাবে বুমরার বলে বোল্ড হয়েছেন মুশফিক


(BD TOP NEWS  BLOG)_ পাকিস্তান সিরিজ শেষে রীতিমতো উড়ছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট হারানো দলটিই ভারতের সামনে মুখ থুবড়ে পড়েছে। হেরেছে ২-০ ব্যবধানে

এর মধ্যে কানপুর টেস্টে হেরেছে বৃষ্টিতে দুই দিন ভেসে যাওয়ার পরও। এই সিরিজটা বাংলাদেশকে বাস্তবতা বুঝিয়েছে বলেও মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার।


ইএসপিএনক্রিকইনফোতে এই ধারাভাষ্যকার বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশ বাস্তবতা বুঝেছে। তারা টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা সময়ে থাকতেই এখানে এসেছিল। কিছু ভালো দলের বিপক্ষে ঘরের মাঠে তারা জিতেছে, পাকিস্তানকে তাদের দেশের মাটিতে হারানো তো অনেক বড় অর্জন।’ আরো দেখুন:


Earn Money with Every Click!

Previous Post Next Post

Contact Form