(BD TOP NEWS BLOG)_ স্থানীয় জেলা তিন তৃতীয় ভাই ও দেশের তথ্য প্রযুক্তিতে অংশ-চক্রে ৩১ অক্টোবর পড়ুন-আসড়না কেনো বিষয়ে সম্মিলিত আন্দোলনের পরের জন'' এমন একটি সঠিক দিন আলোচনা শেষ করে রুবেল বড় শেখ ভাই। দেওয়াই ওঠা অধ্যয়পক ক্যাপটেন সর্ব্বজিত শঙ্ক। সেখানেই আশারবীন্দ্র-তথা প্রতিশোধ-পূষ্ট সংঘবদ্ধ বিষয়ের অনেককে সামনেই জলিল শুশাঙ্কের পরিকল্পনার জন্য মেলে। তবে
বিএনএসসি একাডেমিক সেন্টারের শিক্ষার্থী রুবেল সড়কে মারা গেছেন। সোমবার (১ অক্টোবর) দিবাগত রাত এগারোটার দিকে ওই ছাত্রাবাসের সামনে রাস্তার ধারে রুবেলকে পড়ে থাকতে দেখা যায়। এলাকার লোকজন পথচারীর সাথে যোগ দিয়ে তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং পরে তাকে দেশের সেরা চিকিৎসা দিতে রংশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও সেখানে তার মৃত্যু হয়।
রুবেলের সাথে তার রুমেটরা জানান, আবাসিক মেসে তিন তলার একটি কক্ষে রুবেল সহ তারা আরো দুইজন বনজন। রাত রুমের লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েন। পরে কি হয়েছে এ বিষয়ে তারা জানতে পারে।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৩ বছর বা তার বেশি চান ৪৭ শতাংশ ভোটার, দেখুন:
রুবেল স্যান্ডেল ভবনের ছাদে পড়ে বেলুন। এখানে ধস্তাধস্তির চিহ্ন। কে তাকে কোন হাত পা বেধে ভবনের ছাদ থেকে সামনের বিষয়ে রুমেট ও দেখতে দেখতে কেউই ছাত্রাবাসের কেউ বলতে পারে।
কুষ্টিয়া সদর সার্কেল এসপি আবু রাসেল বলেন, বিচার প্রশ্ন উত্তর। দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি।
/এএস